(অথচ উনাকে নিয়ে দুকলম কেউ লিখেনি আজ। কোন সংবাদমাধ্যম ছাপায়নি তার খবর।
"স্যার সাইফুল আজম" আজকে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন!😔
আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক।)

স্যার সাইফুল আজম লিখে গুগলে সার্চ দিও।।বিশ্বে ওনার এত এত সম্মাননা আর কিলিং রেকর্ড আছে 
যখন জানতে পারবে একজন বাঙালি হিসাবে গর্ব,,অহংকার দুটোই করতে পারবা।।

দুটো সাহসিকতার কথা বলি।।

১..
আরব- ইজরাইল যুদ্ধের সময় ওনি তখন ইরাকের হয়ে ফাইটার বিমান অপারেট করছেন।হঠাৎ করে ইজরাইল বিমান আক্রমণ করে বসলো সাথে ইরাকের অনেক ফাইটার জেট ভূপাতিত করতে থাকে সেই সময়ে পুরনো মডেলের একটা বিমান নিয়া আকাশে উড়াল দিলো স্যার সাইফুল আজম।।ওনার সাথে ফ্লাই করা ওনার উইং কমান্ডার ও কিছুক্ষনের মধ্যে ভূপাতিত হলেন মোটামুটি ওই সময়ে আকাশে থাকা ইরাকের প্রায় সব যুদ্ধবিমান ভূপাতিত হতে থাকে তার বিপরীতে শুধু আকাশে রয়ে গিয়েছিলেন একজন বাঙালি সাইফুল আজম স্যার ওনি আকাশে উড়েছিলেন সেই সাথে পুরনো মডেলের বিমানটি নিয়ে ওনি একাই সেই সময়ের শত্রুপক্ষের আধুনিক বিমানের বিরুদ্ধে লড়েছেন এবং ভূপাতিত করেছেন।।এমনকি তাদের ইরাকের আকাশ ছাড়তে বাধ্য করেছিলেন সেই যুদ্ধে স্যার  সাইফুল আজমের ব্যবহার করা যুদ্ধবিমান ইরাক এখনো তাদের জাদুঘরে সংরক্ষণ করে রেখেছে।।
ইজরাইল মাটিতে স্যার সাইফুল আজমের এত বেশি বিমান ভূপাতিত করার সেই রেকর্ড ৪৮ বছরে কেউ ভাঙতে পারেনি।।

২...
ভারত-পাকিস্তান যুদ্ধ চলছে।।সেইসময় সাইফুল আজম স্যার সহ আরো কিছু পাকিস্তানি ফাইটার জেট হামলা চালিয়ে ভারতের বেশ কিছু ট্যাংক অকেজো করে দিয়ে সফল হামলা করে ফেরার পথে সেই সময় ভারত হতে দুটি ফাইটার বিমান তাদের পথ আটকে বসে।।পাকিস্তান বিমান গুলো গ্রাউন্ড অ্যাটাকে সজ্জিত থাকার কারনে পাকিস্তানের অন্য সব পাইলট তাদের ফাইটার জেট নিয়ে পালিয়ে যায়
(পালিয়ে যাওয়ার কথা কারন পাকিস্তানের বিমানগুলো ছিল শুধু গ্রাউন্ড অ্যাটাকের অস্ত্র সজ্জিত এয়ার টু এয়ার অ্যাটাক সজ্জিত ছিল না)সবাই পালিয়ে গেলেও আকাশে রয়ে গিয়েছিলেন একজন বাঙালি সাইফুল আজম নিজের ওই গ্রাউন্ড অ্যাটাক  অস্ত্র সজ্জিত বিমান নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়েন এবং ভারত থেকে আসা দুটো ফাইটার জেটের একটিকে ভূপাতিত করেন এবং অন্যটিকে সুযোগ থাকা সত্ত্বতেও আক্রমন না করে পালিয়ে যেতে দেন।।

১৯৬৫ সালে ভারত-পাকিস্থান যুদ্ধে পাকিস্তানের হয়ে আকাশে উড়ার প্রথম ১ মিনিটে তিনি ভারতের ৫ টি জঙ্গি বিমান পরবর্তী ৩০ সেকেন্ড আরো ৪ টি বিমান সহ মোট ৯ টি বিমান ভূপাতিত করার রেকর্ড আছে তার।।

পৃথিবীতে মাত্র ২২ জন ফাইলট “living eagle“ উপাধিতে ভূষিত হয়েছেন।।
তাদের মাঝে আমাদের বাঙালি স্যার সাইফুল আজম একজন।আছে ৪ টি আলাদা আলাদা দেশের বিমানবাহীর হয়ে কাজ করার রেকর্ড।।পেয়েছেন ৩ টি দেশের সম্মাননা।।( সম্মাননা সম্পর্কে বিস্তারিতে জানতে গুগল করুন)

দেশ স্বাধীন হওয়ার পর ও যদি আরো যুদ্ধে অংশগ্রহণ করতেন তাহলে হয়তো আরো অনেক কিলিং রেকর্ড তার নামের পাশে যোগ হতো হয়তো হয়ে যেতে ইতিহাসের সেরা ফাইটার জেট ভূপাতিত করাদের একজন।।

বাঙালিকে গর্বিত করা এই সাহসী বাঙালি বীর আজ মারা গিয়েছেন।।অথচ কোনো নিউজ চ্যানেল ভালো একটা হেডলাইন করলো না।কয়েকটা ডিফেন্স পেইজ আর গ্রুপ ছাড়া কেউ ফেসবুকেও কিছু লিখলো না।।অথচ চাইলে তারা পারতো ইন্ডিয়ান আত্মহত্যা করা মানুষটার মতো এই বাঙালি বীর টাকে নিয়েও কিছু লিখতে না জানা মানুষরা জানতো আমাদের বিশ্বের বুকে গর্ব করার মতো আমাদের একজন সাইফুল আজম আছেন।। আপসোস লাগে এইসব দেখলে।।
যাইহোক আল্লাহ স্যার বেহেশতে নসিক করুক।।

বিঃদ্রঃ ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে সামান্য বর্ণনা দিয়েছে।।আরো বিস্তারিত জানতে চাইলে গুগল করুন।।

বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করা তাই ভুল হলে শুধরে দিয়েন।।আমার ইচ্ছে ছিলে মানুষটার গর্বিত ইতিহাস জানানো।।
©ডাঃ মাস্ক

Post a Comment

Previous Post Next Post